রাতের শেষে
প্রভাত হলো।
সূর্যি মামা
দ্বারে এলো।
কুহু কুহু
কোকিল পাখি
গাছের শাখে
উঠলো ডাকি।
ছিন্ন পাতার
ঝরঝর তানে
বৃক্ষ বক্ষে
শেল হানে।
আম্র মুকুল
গন্ধ টুটে
মধুর লোভে
পতঙ্গ ছোটে।
মলয় বাতাস
সুবাস ছাড়ে
বসন্ত বুঝি
এলো দ্বারে।
............