বসন্তের রং লেগেছে
তোমার কোমল গালে।
শুভ্রবসন রাঙ্গিয়ে গেলো
বসন্তের এই দোলে।
নবীন প্রাণে ঢেউ লেগেছে
পিচকারি এর ছটা।
হোলি আজ দোরগোড়াতে
আয়োজন তার ঘটা।
মলিন মন মেতে উঠুক
জড়তা থাক্ ঘুচে।
বিশ্বের বুকে আঁধার যত
হোলিতে যাক্ মুছে।
রংবেরঙ্গের আবির মেখে
হোলির উঠুক রোল।
সবাই মিলে ধ্বনি তোলো
বল হরি বল।
--------------