বড় কঠিন কথাবলা,
আজ খুল্লাম খুল্লা।
চারিপাশে ঘুরছে শুধু,
মানুষ রূপী বল্লা।
কানের কাছে ভনভন
আপন পাঙ্খা তোলে,
সুযোগ পেলেই বিঁধে দেবে
তীক্ষ্ণ বিষের হূলে।
না পারি সরে যেতে,
না পারি সরাতে।
বল্লার দল ঘিরে রেখেছে,
চাইছে আরো জড়াতে।
৩০-১২-২০১৭ ইং ;
১৪ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।