মাতাল মন স্বপ্ন  রচে
হাজার তারার ফুল।
কুড়িয়ে দেখি হা হা হা
এ যে ঝিঙে ফুল।

যতন করে তুলে রাখি
ভেবে পঞ্চতারা।
জঞ্জাল একি দিন শেষে
ক্ষুদে মাছির তাড়া ।

রূপসীর হলুদ পাশা
কোমর ছড়ানো চুল।
সগৌরবে ফলিল ফসল
লতায় জড়ানো দুল।

রূপের ছটায় সন্ধ্যা নামে
গোধুলির সময় গুনি।
রাবণ সম দশ শির
সে বংশ চূড়ামণি।

       ------