সাতাশ আটাশ
বয়স এখন
বলরাম ব্যাটার।

কেউ পাড়ে না
বিয়ের কথা
চিন্তাও নেই জ্যেঠার।

আশায় আশায়
সারা বছর
জমি যায় চরে।

অধিক ফসল
ঘরে তোলে
বিয়ের আশা ধরে ।

বৈশাখ জ্যৈষ্ঠ্য
আশ্বিন মাঘ
বয়ে চলে ফাগুন।

বউয়ের ভাগ্য
কপালে নেই
কপাল জুড়ে আগুন।

বিয়ের কথা
শুনিয়ে জ্যাঠা
খাটায় বারোমাস।

বিয়ে পাগল  
বলরামের
শুধুই হাস পাস।

     *****