গৃহে আসবে নব বধূ,
বধূর মুখে সর মধু।
দুধে আলতায় পাথর বাটি,
বধূ হাঁটে গুটি গুটি।
আলপনার এই তুলির টানে,
খুশির দোলা বধূর প্রাণে।
পূর্ণ কলশি পঞ্চ ব্যঞ্জন,
দেখবে বধূ পূর্ণ রন্ধন।
ঘি'র প্রদীপ জ্বালিয়ে পরে,
বধূর মুখে তুলে ধরে।
শাশুড়ি চায় অম্লান চোখে,
সোনার গয়নায় জড়িয়ে বুকে।
পাশা খেলায় জমেছে আসর,
গোলাপ ফুলে সাজানো বাসর।
১২-১২-২০১৭ ইং ;
২৫ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।