কাটছে এক বিষন্ন বেলা।
আকাশ রামধনুর রঙ হারিয়ে
খুঁজছে বকের পাখার আলোক
বলাকা দিকভ্রান্ত ছুটছে অজানা আড়ালে
ফাগুনের আগুন শিখা ধোঁয়ায় অন্ধকার ।
হাঁস জলকেলি ছেড়ে উদভ্রান্তে ঘর
খড়-কুটোর টানে সারি বেধে চলছে
লাল ঠোটজুড়ে শুধু প্যাক্ প্যাক্ ।
আমি দলহীন চির চেনা ঘরে অচেনা,
সাথী থেকে ও একা একেলা।
কাটছে এক বিষন্ন বেলা।
সময় তবু বয়ে চলে ঘড়ির কাটা
ধরে তরতর করে।
পারি নি বেঁধে নিতে নিজের মতো।
সবাই যে যার মতো মাতাল পাগল,
দোলে দোলনায় এলোচুল উড়িয়ে
পড়ন্ত বিকেলে আবির মাখা পশ্চিমের
হাসি দু'হাতের মুঠোয় আগলে চুমু খায়।
আমার ঠোঁটের কোণে মলিনতার ব্যাঁকা রেখা,কাটছে বিষন্ন বেলা
সাথী থেকে ও একা একেলা।