বিড়াল পুষি
বেজায় খুশি
পার্টি হবে যে।
দাদা বাবু
হলো কাবু
কাল দাদার বে।
বর সাজবে
কনে সাজবে
সাজবে বরের গাড়ী।
বাদ্য বাজবে
লোক নাচবে
আলোয় ভরবে বাড়ী।
মাছ রাঁধবে
মাংশ রাঁধবে
হাড়ে কাটায় ভরা।
ক্ষীরের পাতিল
রাবড়ির পাতিল
আসবে ঘড়া ঘড়া।
চেটে খাবো
খুঁটে খাবো
যতো পারা যায়।
সুযোগ নেবো
ঝাপটা দেবো
মাছের মুড়ো টায়।
সবাই যখন
ব্যস্ত তখন
বর কনে নিয়ে।
চুপি সারে
খাবার ঘরে
দেখবো তখন গিয়ে।
পেট ভরে
আহার করে
আসবে যখন ঘুম।
সোফায় গিয়ে
হাই তুলিয়ে
ঘুমিয়ে পড়বো ধুম।
১০-০৭-২০১৮ ইং ;
২৫ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।