বাংলার ছেলে নেতাজি সুভাষ তুমি,
তোমায় পেয়ে ধন্য হলো ভারত ভূমি।
বীর সন্তান জনম দেওয়ার জন্য,
প্রভাবতী মাতার উদর হলো ধন্য।
এলে ওড়িয়া বাজার কটক শহরে,
জানকী নাথ বসুর ঘর আলো করে।
চোদ্দ ভাই বোনের মাঝে তুমি তো নয়,
দুঃসাহসী তুমি ছিলে,ছিলোনা ভয়।
ব্রিটিশ তোমার নামে ছিলো শঙ্কিত,
আজাদ হিন্দ ফৌজে করলে আতঙ্কিত।
তারপর কি যে হলো বেতার রটনা,
১৯৪৫ সালের বিমান দূর্ঘটনা।
আজো আবার এলো তোমার জন্মদিন।
তুমি কি দেখলে আজ ভারত স্বাধীন।
রচনাকাল :-
২৩-০১-২০১৮ ইং
৯ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।