একরাশ ভীড় নেই,
হাট- বাজার, শপিং মল,
       রেস্তোরাঁয়
ট্রেন কিংবা মেট্রোয়
কলিং বেলের গলা স্তব্ধ।

ব্যস্ততম রাস্তা সুনসান
মাঝেমাঝে পুলিশে বিচরণ
আর এম্বুলেন্সের সংকেত ।

সময়ে সাথী এই মুঠোফোন।
পরিবারে থেকে ও
পরিজনের বহু দূরে।

নিতান্ত যা কিছু বিনোদন
বন্দী লক্ষণ রেখায়
একান্তই চাপছে কঠোর
সোশাল মিডিয়ার এই মুঠোফোন।

           ****