মনের আকাশ ছিলো শুভ্র,স্বচ্ছ নীল ।
মৃদুমন্থর বাতাশ খেলা করছে ।
ফুলেদের সুবাসে মনপাখী
খোলা নীল আকাশে
আপন খেয়ালে ঝাকে ঝাকে
উড়ছিল গান গেয়ে।
রাশি রাশি খুশীরা ঘুরে ঘুরে
কুন্ডলী পাকিয়ে বিলিয়ে
দিল আকাশে বাতাসে।
খুশীর জোয়ারে মন ময়ূরী
ছম্ ছম্ তালে নাচতে লাগলো।
বলাকারা উড়ে চলছে দিকদিগন্তে।
বলাকওয়া নেই,
নেই সাজ আড়ম্বর।
হঠাৎ বিনা মেঘে বজ্রপাত।
সব ছন্দের পতন হলো।
তাল গেলো ভঙ্গ হয়ে।
খুশিরা সব দলবেঁধে হাওয়ায়
না জানি কোথায় ভেসে গেলো।
ঝড়জল, ঝড়, বজ্রপাত।
সংঘাত মেঘে মেঘে।
নিস্তব্ধ চারিদিক।
আবার ধরা হলো শান্ত।
ভিজা বাসর, আসর শূন্য ।
মনপাখী যে যার নীড়ে
নিরাশ নিসাড় শয্যা নিলো।
.......