এলি মা তুই
     মোদের ঘরে,
খুশি দিলি
     আঁচল ভরে।

আজ মাগো
      যাবি চলে,
ভাসিয়ে দিয়ে
     চোখের জলে।

আলতা সিঁদুর
      মিষ্টি মুখে,
বিদায় মোরা
      দেবো তোকে।

আসবি আবার
     মোদের মাঝে,
পরের বছর
     নতুন সাজে।


সুখ শান্তি
     দিস্ তুই ঢেলে,
দুঃখ কষ্ট
     নিস্ মা তুলে।


৩০-০৯-২০১৭ ইং ;
১৩ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।