হাসির শীর্ষে কালো ভ্রমর
গাইছে গুনগুন।
ফুলেরা আজ পায়না খুঁজে
বাঁধবে কোন ধুন।
বাতাস বহে চিরল চিরল
পাতারা ঝিরঝির।
উত্তাল ঢেউ স্তব্ধ হল
নীরব নদীতীর।
আকাশ ঘন নীলচে রঙে
শুভ্রতার রেখা।
গগন ভেদী উড়ো জাহাজ
করছে আঁকাজোকা।
দূর দিগন্তে দৃষ্টি পাতি
চক্ষু চঞ্চল।
নভোনীলে অদৃশ্য তাই
উঠিল অঞ্চল।
******