দুঃখ বিভেদ যতোই থাকুক
যতোই থাকুক গ্লানি।
ভ্রমণ বিনোদনে সুখগুলি দেয়
সেথায় হাত ছানি।

কতো অচেনা কতো অদেখা
চিনিতে ও দেখিতে।
যা কিছু নতুন রয়ে যায় শুধু
মনেরগহনে স্মৃতিতে।

সময় চলে ঘড়ির তালে
দিন ও চলে তাতে।
কত সময় পার করে দেই
স্মৃতি গুলির সাথে।
       ------


৩১-০৮-২০১৭ ইং ;
১৪ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।