যা করেছে বেশ করেছে
তোমার তাতে কি।
কারো ঘরে আগুন লাগলে
তোমরা ডালো ঘি।
যে পুড়েছে ছাঁই হয়েছে
সেই পেয়েছে সাজা।
আড়াল থেকে সুড়সুড়ি দাও
স্ফুলিঙ্গে পাও মজা।
দেশের হিতে দশের হিতে
কিযে বলো ছাই।
মানুষ হয়েও বিবেকবুদ্ধি
কিছুই কিগো নাই।
যার গেছে সে বুঝেছে
হারানোর যন্ত্রনা।
কান্ড জ্ঞান হীনা তোমরা
দাও যে কুমন্ত্রণা।