ওগো প্রিয়তম,তোমায়
খুঁজি বারে বারে।
কতো বার ঘুরে ফিরি
তোমার বন্ধ দ্বারে।
কেন বন্ধ দ্বার তব
কোন অভিমানে।
আমি যে কাঁদছি কতো
তোমার বিহনে।
সঙ্গ তব অমৃত সম
জানো হে প্রিয়।
সঙ্গিনী করে সাথে সাথে
তুমি মোরে নিয়।
২৫-০৯-২০১৭ ইং ;
৮ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।