বাস্তবতা বড় কঠিন,
স্বপনালোক তো রঙ্গিন!
ভাবনা চিন্তা অন্তহীন,
বাস্তবে প্রায় অর্থহীন।
সময়েতে সম বিলিন,
এ জীবন বিরাম হীন।
সঙ্গী কিংবা সঙ্গীহীন,
কিবা রাত কিবা দিন,
বাস্তব আজ বড় কঠিন।



রচনাকাল :-
১৩-০৩-২০১৮ ইং
২৮ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
তেলিয়ামুড়া,ধলাই ত্রিপুরা।
ভারত।