পথিক যাত্রী, যাবো ঐ পাড়ে
এই বাঁশের সাঁকো পেরিয়ে।
সারদার পাড়া ছড়ার 'পরে
যে সাঁকো আপনারে বিছায়ে রয়েছে শুয়ে ;
এপথে যাওয়াআসা যতো
পথিক পারাবারের তরে।
মাঘের শুকনো ছড়া,স্বল্প স্বচ্ছজল ধারা ;
তরতর করে বয়ে চলছে হয়ে আপন হারা।
জল তরঙ্গে ছোটছোট মাছেরা করছে বিচরণ।
তৃণ ফুলের মধু আহরণে মৌমাছির গুঞ্জন।
মৌনব্রত রত সে যে থাকে অন্যক্ষণ।
পারাপারের সময় হলে, মর্মরধ্বনি রবে বলে
পথিক সুস্বাগতম।
০৯-০২-২০১৭ ইং ;
২৬ ই মাঘ ; ১৪২৩ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।