জীবনের দুর্লভ অমূল্য সময়
নিঃশেষিত বাতাসের ভাঁজে ভাঁজে ,
কাঁচাপাকা দানা গুলো গরলের
বিষাক্ত দাঁতের বিষফল উর্বর
জমিতে ছড়িয়ে জোট বেঁধে
নাগিনীরা ঘুরে শুধু ফণা তোলে।
আকাশে আধা চাঁদ আধিপত্য গড়ে
লক্ষ নক্ষত্রের সমাগমে
নাহি সমর সেথায় ,
আছে শুধু ভাব বিনিময়
আর মহা মিলনের মেলা।
এ বসন্ত নিরবে কেঁদে
কানে কানে বলে গেলো এবেলা
ঘরে ঘরে মঙ্গল দীপ জ্বালো
নাহয় আসবো সরবে আবার
তমালের ছায়া ঘেরা শান্তির আবরণ
মুড়িয়ে দিতে তোমার জন্মদিন।