আমি বাংলায় কথা কই,
আমি বাংলায় পড়ি বই।
আমি বাংলায় লিখে যাই,
আমি বাংলায় ডাকি ভাই।
আমি বাংলায় বসে ভাবি,
আমি বাংলায় খাই খাবি।
আমি বাংলার রূপ দেখি,
আমি বাংলার ছবি আঁকি।
আমি বাংলার সুখে হাসি,
আমি বাংলায় ভালোবাসি।
আমি বাংলায় গাই গান,
আমি বাংলায় ধরি তান।
আমি বাংলায় পথ চলি,
আমি বাংলায় বাবা বলি।
আমি বাংলায় কাঁদি বোন,
আমি বাংলায় বলি শুন।
আমি বাংলায় ডাকি 'মা'
আয় বাংলা দেখে যা।


রচনাকাল :-
২১-০২-২০১৮ ইং
৮ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।