গগনের নীলিমায়
অপরূপ মহিমায়
নয়ন হারায় খেই.......

যেন পেজা তুলা
সাদা মেঘের ভেলা
বাতাস পালে যেই.......

সাদা মেঘের ফাঁকে
পাখি উড়ে ঝাকে
দিশা দূর সীমানা........

মাঝে মাঝে তায়
উড়ো জাহাজ যায়
ছড়িয়ে যায় নিশানা........

রয়েছি আয়েশি
বারান্দায় বসি
নেই আজ তাড়া........

আজ আমি তাই
শুধু দেখে যাই
আমি যে বাঁধন হারা....


২৭-১২-২০১৭ ইং ;
১১ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।