আষাঢ় কোথায়,
শ্রাবনীর ও দেখা নেই।
তবুও বাদল চৌচালার ঘরটুকু
আঁকড়ে অনিমেষ লুটোপুটি খায়।
বেহায়া পাখি, আগুন জ্বেলে
ফাগুন গেলো ফেলে চৈতালীর ন্যাংটো বনে সমীরণ সাথে।
বুনো ফুল কতো আর লজ্জা নেবাবে ।
পথের ঢাল বেয়ে রেখা চলে ,
পায়ে আঁকা নুপুর ছবি।
সে পথে পথিক দিকভ্রান্ত ,
আষাঢ শ্রাবনী ক্লান্ত এখন,
আর বাদল অক্লান্ত ।