কে করছে......?
কে মারছে......?
কে মরছে.. ….?
কে তুমি.........?
কে আমি.......?
কিছুই কি রবে চিরকাল!
তবু কাঁদে প্রাণ,
তবু আঁখি ঝরায় জল,
লাভক্ষতি অংক মিলাতে
ব্যকুল বেকুব যারা।
আমিও বুঝে অবুঝ
সে দলের অভিযাত্রী।
আর কতো বাকি আছে
নাটকের শেষ বাজনার..
কিছু বলে যায় নি তো কেউ
দেয়নি কোনো ইঙ্গিত
অবুও চলতে থাকে
দিনরাত শুধু অভিনয় ।