নিবিড় আঁধার,
মাঝে মাঝে ধোঁয়াশায়
কিছু অস্তিত্ব অনুভব হয়
দৃষ্টিতে,
অস্পষ্ট, তবু্ও আছে
নিশ্চিত....

কালবিলম্ব
গভীর অনুসরণ
অনুসন্ধান ও বটে
অনুভূতি ভোতা আজ,
লাসের মতো ভারি,
বহনে অপারগ
তবে মৃত বলা যায় না
এই তো চিমটিতে ব্যথা অনুভব হচ্ছে
এইতো এই শব্দ আসছে
হালকা মসৃণ
শ্বাস প্রশ্বাসের
হে এখনো জীবিত
প্রাণ চলছে
হ্যাঁ এখনো আমার অস্তিত্ব আছে।

       ****