আজ ঘন্টা কয়েক বৃষ্টি হয়ে গেলো
কদাকার বৃষ্টি
ভিজে ভিজে মন বিষন্ন
কারণ তুমি ছিলে বরাবরের মতো।
যোগ্য না তাবেদার, আমার এ প্রশ্ন
আমাকে কুরে কুরে তাড়া করছে।
যদি কেউ আমায় তোমার বিষয়ে
একথায় কিছু বলতে বলে আমি বলবো
যাষ্ট অসহ্য ।
খেয়া ঘাটে গিয়ে যখন দেখি মাঝি
আনাড়ি, তখন মনে হবে নদী সাঁতরে
পার হই ডিঙ্গি না চেপে।