হৃৎপিন্ড মুচড়ে উঠলো,
বলাকার সাদা দেহে কে
যেন লাল রঙ্গে ভরিয়ে দিলো।
নিশানা হারিয়ে ভরা জোয়ারে
মাঝির ত্রাহি ত্রাহি ত্রাস।

আকাশের তারা কোথায় হারিয়ে গেলো
চারদিকে ভয়ানক নিস্তব্দতা।

দূরে একচিলতে আলোর রেখা।
বোধহয় এঁকেবেঁকে যাত্রী বোঝাই রেল আসছে।
সময় হলো চেপে বসার
আলোআঁধারি খেলা খেলতে খেলতে
সে ও অদৃশ্য হয়ে গেলো।

        -----------