পথের দিশা
     যতোই দূরে,
চরণ ফেলো
     ঊষা ভোরে।

দৃষ্টি রেখা
     সঠিক তবে,
আঁধার পথেও
     আলোক হবে।

চড়াই উতরাই
      পথের অর্গল,
মনের বলে
       ফুটে শতদল।

        -----