ভয় নেই ;কোনো ভয় নেই,
আমি আর খুলবো না
হোয়াটস্ অ্যাপ আর ফেইসবুকের পাতা।
অন্তত সেই দিন পর্যন্ত ;
তুমি যে লক্ষণ রেখা টেনেছিলে,
শেষ রেখা বিন্দুর সামান্যতম
আচর লাগলো যে দিনের গায়ে।
আমি সেদিন পর্যন্ত মুখ ফিরিয়ে
রাখবো অন্যদিকে,বইয়ের পাতায়
মুখ গুজে রাখবো কথা দিলাম।
হ্যাঁ,আমার কষ্ট হবে! ভীষণ কষ্ট!
জানিনা কেন যাদুর মতো কেবল
আমায় টানে। কি এক অমোঘ
তার আকর্ষণ।রাতে শুতে যাবার
আগে একবার দেখে শুয়ার অভ্যাস
দীর্ঘদিনের,আবার সকালে জেগেই
দেখতে মন কাঁদে, বড্ড বেশী
প্রেমে পড়েগেছি নেটওয়ার্কের।
না,আর না।তোমাকে কথা দিলাম
এই মায়াজাল থেকে বের হয়ে এসে
ভালোবাসবো মোটামোটা বইয়ের
পাতার ছোটছোট অক্ষর গুলোকে।
জানি কষ্ট হবে, কারণ আমার পছন্দ
নয়,সহ্য করতে পারি না,ভালোলাগে
না,তবু ও তোমায় কথা দিলাম,জোর
করে ভালোবাসবো,অন্তত পরিণয়ের
শেষ দিনের শেষ ক্ষণ পর্যন্ত বাসবো,
ভালোবেসেই যাবো......


রচনাকাল :-
০৫-০৩-২০১৮ ইং
২০ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।