নিভৃতে নিরালায় কাঁদে এ তনু মন
অকারণে, বুঝেও মানে না বোঝ।
বেয়ে পড়ে গোপনে বিন্দু কয়েক অশ্রু।
লুকাতে চাহিয়াও ধরা পড়ি অসময়ে।
ফেরে আসি সুখ নীড়ে,
তালা রুদ্ধ বন্ধ দ্বার,
খুলে দেয় নি কেহ সহসা,
অন্য দিনের মতো।
নিস্তব্ধতা অন্তঃপুরে।
ছেড়ে যাওয়া সব সাধের টুকরো
পড়ে আছে যে যার মতো ছড়ানো-
নিস্তেজ নিরালায়।
নেই আনাগোনা কারো!
দীর্ঘ গতিতে আবদ্ধ থেকেও
ছন্দ হারিয়ে বিনা ছন্দে
আমিও স্তব্ধ, বাকরুদ্ধ।
৷৷ ****** ।।