এ তো তোমার অভিমান
এ তো নয় রাগ।
মাঝে মাঝে নয় তো ক্ষতি
যদি হয় অনুরাগ।
পরেছো ক্ষণিকের তরে আজ
এ সূক্ষ্ম আভরণ।
খুলে ফেলে ছুড়ে দাও
তুমি এই ক্ষণ।
জমাট বাঁধা কালবৈশাখীর
ঝড়ের কালো ছায়া।
মুখের নীলিমা গ্রাস করেছে
হারিয়েছে তাই কায়া।
দূর করো তারে তীব্র ঝঙ্কারে
বিজুলিরর আলোক ছটায়।
ঘোর তমসা দূর করে দাও
তারাদের ঘনঘটায়।
তোমার দুচোখে অশ্রু সজল
ফুটিয়ে তোলো হাসি।
তারই ফুয়ারায় তোমার সাথে
চলে যেতে চাই ভাসি।
২৪ -১১-২০১৭ ইং ;
০৭ রা অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।