বলা কওয়া নেই,
এক পশলা ঝড় বয়ে গেলো।
মাত্রা ছিলো চূড়ান্ত,
তেজ প্রখর।
প্রলয়ঙ্করী দাপট।
গতি মাপবো ভাবতে ভাবতে
আচমকা ঝড় থেমেও গেলো।
গতি মাপা হলো না।
নামকরণ ও হলো না।
তাই এই ঝড় ইতিহাস
রচনা করতে পারলো না।
এ এক অনৈতিহাস ঝড়।



২৯-০৭-২০১৮ ইং ;
১২ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।