মেরিনার নোনা জলরাশি
বিনুনির বেলফুলের সুবাস,
দোহে মিলেমিশে জনম নিলো
এক অনন্য অনুভূতির।সে
আমায় রথে চড়িয়ে নিয়ে
এলো এক নৈসর্গিক শোভায়
শোভিত অমরাবতীদের
অমরালয়ে। এখানে ঘড়ায়
ঘড়ায় অমৃত সাজানো। কতো
আর নেবো দুহাতে লুটে।
চারিদিকে শুধু মণি মুক্তো
ছড়ানো। আমার প্রাসাদটি
হীরা জহরত খচিত এক
অপূর্ব সৌন্দর্যে আবিষ্ট।
চারিদিকে বাহারি ফুলের
সৌরভ, ফুলের উপর
রঙ্গিন মধুপেরা ঘুরে ঘুরে
মধু আহরণ করে বেড়ায়।
আমার নয়ন অপলক,
সোনার জারদৌসি কাজ
করা লেহেঙ্গা পরিহিত
আমি সোনার সিংহাসনে
অধিষ্ঠিত।মাথায় হীরের
মুকুট। পায়ের নীচে
রাশি রাশি ফুলের পাপড়ি
বিছানো। কত দাসদাসী
আমার আগে পিছে।
আজ আমি সম্রাজ্ঞী,
এই অমরাবতীর রানী।
০৯-১১-২০১৭ ইং ;
২২ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।