অল্পতেই তুষ্ট আমি
অধীক নাহি চাই।
অল্পকথা বলি আমি
অল্প খাবার খাই।

অল্প অল্প পড়াশোনা
অল্প অল্প লেখা।
অল্প দিনের পরিচিতি
অল্প একটু দেখা।

অল্প দেশভ্রমন হলো
অল্প গাড়ি চড়ে।
অল্পকিছু গল্প কথা
অল্পতে দেই ছেড়ে।

    -------