এলো মেলো ভাবনারা সব
জড়ো হলো বুঝি।
কিবা এমন ভাবছি বসে
তাইতো আমি খুঁজি।

হেথায় বৃথা কতোটা ক্ষণ
রইলাম শুধু বসে।
কোনবা ফুলের সুবাস মাখা
কোনবা মধুর রসে।

নাইতো সেথা কালো ভ্রমর
নানা রঙ্গের পাখী।
তবু কেন দূর দিশাতে
অপলক মোর আঁখি।

শরম আমার চরম হলো
আপন কর্ম ভারি ।
কিবা করি কিবা ছাড়ি
সইতে নাহি পারি।

সোনার আসন পাতা হলো
ভাবনা গুলোর তরে।
সোনা মণি ভাবনারা সব
আমার পিছুই ধরে।

         -----


১০-০৮-২০১৮ ইং ;
২৪ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।