হয়তো সত্যি তুমি গুণী,
তাই বলে বিদ্রুপ.....
এ কোন পরিচয়?

শূন্য ছাড়া কি লক্ষ গোনা যায়।

সিঁড়ির প্রথম ধাপ মাড়িয়েই
শীর্ষ চূড়ায় পৌঁছানো যায়...

যে শিশুটি নিচে দাঁড়িয়ে আকাশ
দেখছে তার মনের মাধুরীতে।
তোমার গুণের দোহাই লাগে,
পার যদি তার কোটরে
আরো একটু রং ঢেলে দাঁও।
শিশুর আকাশ হবে আরো নির্মল।
      
         ------