শত কাজের মাঝে একাজ
তোমার পানে চাওয়া।
দিনদুপুর কি সন্ধ্যা রাতে
একটু কাছে পাওয়া।
তুলো যতই উড়তে থাকুক
বাতাস গায়ে মেখে।
পথের বাঁকে চলতে থাকি
তোমার ছায়া দেখে।
দীঘল কালো পথের সীমা
যাবোই পায়ে দলে,
দূর আকাশে চিলের ডানা
মেঘের কথা বলে।
সুবাস রেখে কুসুম ফোটে
ঝরে পড়ার বেলা।
কুড়িয়ে নিয়ে আঁচল ভরে
ঘর বাধানোর খেলা।