হৃদয় বিষন্ন যখন,
ফাঁপ ধরা গোমট বাতাসে,
চারদেওয়ালে বাঁধা রুটিন জীবনে;
টিকটিকি,আরশোলা
আর মাকড়শাদের ভীড়ে,
মুক্ত গবাক্ষের গর্ব পরাভূত।
তখন জীবন হারায় স্রোত।
ঘন আঁধারের কুন্ডলী খুলে ;
গোধুলির আবির মেখে,
সাঁঝের কোল বেয়ে,
বেলীর সুবাস নিয়ে,
তারাদের সাথে করে
একটু ঘুরে আসা,
জীবনের স্রোতে ।
------*------