কোন একটি দিন স্বর্ণাক্ষরে
লিখা থাকে স্মৃতির পাতায়।
যা রোমন্থনেও পাড়ি দেওয়া
যায় অনন্ত পথ, অনন্ত কাল।
আবার কোন দিন হারিয়ে গিয়ে
বিলিন হয় বিস্মৃতির অতল গহ্বরে।
প্রতিদিনই জন্ম হয় নিত্য নতুন গল্প।
কোনটি স্থান পায় বিভিন্ন নোবেল,
ম্যাগাজিন, পত্রিকা, গল্প, ছড়া বা কবিতায়।
আবার কোনটি অবহেলা ভরে তাকিয়ে
থাকে শিল্পী,কবি ও সাহিত্যিকের দিকে।
রোজ রোজ কতো নাটক রচিত ও
অভিনীত হয়,কে হিসাব রাখে তার।
কতো নতুন অভিনেতা -অভিনেত্রী
ক্রমাগত দুনিয়ার নাট্যমঞ্চে আকস্মিক
রোল চালিয়ে যাচ্ছে। কি আছে তার
পরে কে তা জানে। নাট্যকার স্ক্রিপ্টটা
রেখেছে অতি সংগোপনে,পাছে
চুরি কিংবা নকল না হয়ে যায়।
অতি সচেতন নাট্যকার চিত্রগুপ্ত।
১৪-১১-২০১৭ ইং ;
২৭ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।