সমাজের রক্ষক যিনি
সমাজপতি।
সংসারের কান্ডারি তিনি
সংসার পতি।
একাধারে সমাজে-সংসারে
কুড়িয়েছেন খ্যাতি।
নিরলস নিয়োজিত ছিলেন
কর্মে ছিল না যতি।
সংসারের নাও চালিয়েছিলেন
একনায়কতন্ত্রে।
সমাজপ্রগতির ধারা বহিয়েছিলেন
রাজতন্ত্রে।
বার্ধ্যক্য'র ভারে তিনি এবার পরাজিত
পরতন্ত্রে।
তবু ও জীবন থেমে নেই, চলছে ক্রমান্বয়ে
স্বতন্ত্রে।
  
০৪-১০-২০১৭ ইং ;
১৭ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা