এখনো হাঁটা চলার পায়ের শব্দ বেশ স্পষ্ট শুনতে পাই,
সপ্নার বেসুরো গানও ভীষণ কানে লাগে।
চলন্ত গাড়ীতে হাওয়া সাথে
রাস্তার লাওয়ারিশ বেড়ালের পচা লাস।
রুমাল সুদ্ধ হাত কিছু বুঝার আগেই
নাকে ঝাপ ফেলে দিলো,
বেয়াদব মশাশুলোর দিনরাত শুরু খাইখাই।
রোজ রোজ কতো আর পাচন খাবো,
এ পাচন এখন পচন ধরেছে।
যদিও সম্দেহ তবুও আছে বোধ হচ্ছে।
চিমটি কাটতে কাটতে দেহে কালসিটে দাগ
পড়ে গেছে .....
সুরেশবাবু,
মাথা উপরে নীল আকাশে সকালের
নরম রোদ,বিকালে বক্ পাখি  সারি বেধে  ঘরে ফেরা,আর পুর্নিমা রাতে লক্ষ লক্ষ তারা
সবই আগের মতো আছে।
তাহলে ...
তাহলে  নিশ্চিত বলতে পারি কি!
আমি এখনো বেঁচে আছি।