কি আছে অক্ষয়!
সবই তো ক্ষয় হচ্ছে।
টাকা,পয়সা,বাড়ী, গাড়ি
সোনা এমন কি হীরাও....
কোটি টাকার এই সাধের দেহ ও
ক্ষয় হয় একটু একটু করে।
তবুও অক্ষয় তিথি।
একটি পবিত্র দিন।
পূজাপাঠ,শুভ সঞ্চার হয় ঘরে ঘরে।
সোনা কিনে লক্ষ্মী ঘরে আনে।
ধনে ধন বরষণ করে।
কিন্তু তাও ক্ষয় হয়।
চুরি,লুটপাট, হারিয়ে যাওয়া,
ছিড়ে যাওয়া,ভেঙ্গে যাওয়া....
তাহলে অক্ষয় কোথায়?
হ্যাঁ,তবে ঠিক!
শুধু স্মৃতিটাই অক্ষয়।
--------