ঘিঞ্জি শহর, ঘন শ্বাস, রুদ্ধ পরিবেশ ,
জঞ্জালে পূর্ণ, অলিগলি, এলোপাতাড়ি,
পাগল মন ছুটে তারি দিকে।
সেখানে জীবনতো আছে,
জীবিকা ও আছে বাহারি ,
প্রাণহীন নিথর দেহ ছুটে দিনরাত একাকার
করে দূর থেকে দূরত্বে ঘন্টার পর ঘন্টা।
রাতটুকু কোনক্রমেই ধরে আছে বদ্ধ
মুঠোয় বাকিটা হাওয়ায়।
ফাঁকা গ্রামের সবুজ শ্যামল বনানী
নির্মল বায়ু কাঁদে সম্তান হারা পিতার মতো।
খোলা মাঠ হাত পেতে আহ্বান জানায়
আয় রে মায়ের বুকে আয়, প্রকৃতির মোহন
রূপের ডালি সাজানো ধুলো মাটি বালি
কাঁদায়। এখানে বড়ো বড়ো গাড়ি ট্রাম-বাস নেই , ইট,সিমেন্ট,কংকৃট, পাথরের ইমারত নেই।
এখানে আছে ঝিঙে ফুল, সর্ষেফুল, কলমী
লতা, বড়ো ঝিল পুকুর; চড়ে হাঁস, কলসি
কাঁধে জল ভরে, জেলেরা মাছ ধরে, চাষিরা চাষ করে আনন্দে , মাঝি খেয়া বায়,
ভীড় নেই, যানজট নেই, আছে অবসর।
আছে ভালোবাসা, ভাব বিনিময় খোঁজ
খবর, আছে জীবন, আছে মৃত্যু একবার, এখানে
প্রাণ আছে রাশি রাশি, প্রাণে জীবন আছে, জীবনে
প্রাণ আছে।
***