আকাশ মশাইর রাগ হয়েছে
ফুঁসছে যে ভীষণ।
মুখটি তাহার বেজায় কালো
কৃষ্ণ কলির মতন।
রাগের চোটে তুফান বেশে
ধাইছে দেশান্তরে।
কচি কাঁচা আমগুলিকে
ছুড়ছে ঐ প্রান্তরে।
এইরে আবার কেঁদে দিলো
হাজার নয়ন ভরে।
তাঁরি ব্যথায় সকল ব্যথী
রইলো বসে ঘরে।

      -------

রচনাকাল :-
১০-০৪-২০১৮ ইং
২৬ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।