এতো হবারই কথা ছিল,
আর কতো কাল দাবিয়ে রাখবে
দুর্বল, নিরীহ মানুষদের....

আসলে মানুষ বিকল্প কোনো
নির্ভরযোগ্য ছাতা পাচ্ছিল না,
মাথা গুজে রাখার জন্য...

তাই এতো কাল রোদেজলে
পুড়ে ভিজে শরীর মন করে
তুলেছে লৌহ ধাতু সম.....

শক্ত হাতে হাত ধরে এগিয়ে
নিয়ে গেছে মাণিক ত্রিপুরাকে
হীরক রাজার দেশে.......

চারিদিকে উড়ছে বিজয় ধ্বজা,
ত্রিপুরার অলিগলিতে রাজপথে
গেরুয়া আবির বাতাসে...

আনন্দ উল্লাস নাচগান বাজনায়
আজ মুখরিত ত্রিপুরায় এসেছে
এক ঐতিহাসিক পরিবর্তন...



রচনাকাল :-
০৩-০৩-২০১৮ ইং
১৮ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।