অহংবোধ আর দাম্ভিকতায়
ডুবলে ঘন অতলে।
উপড়ে তুলে ফেলে দিলো
তোমায় তুলেমূলে।
উঁই পোকারই শক্তি তুমি
ভুলে গেলে বটে।
ক্ষুদ্র যতো শক্তি ততো
একতার ঐ জোটে।
একে একে দুই হয়
দুইয়ে দুইয়ে চার।
এই করে লক্ষ শক্তি
হয় একাকার।
টপটপ ফোটা ফোটা
পড়ে জলবিন্দু।
ক্রমে ক্রমে সেই জল
গড়ে মহা সিন্ধু।
জনগণ রুষ্ট করতে কি
আর রাখলে বাকি?
সুখে থাকতে ভূতে তোমায়
কিলিয়ে ছিলো কি?
অহঙ্কারে অন্ধ তুমি
মিছা আত্ম বিশ্বাস।
জন রোষে পাকাপাকি
হইলো সর্বনাশ।
রচনাকাল :-
০৪-০৩-২০১৮ ইং
১৯ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।