যতোই সুন্দর হোক রূপমাধুরী,
তবুও আমি স্বর্ণ লতিকা
হতে চাই না।
আমি চাই স্ব-মহিমায় বেড়ে উঠতে।
অবলম্বন চাই  নিশ্চয়।
ঝড়ের দাপট যখন ভারি পড়বে,
শুরু হবে মাটির ভাঙ্গন,
শুধু তখনি প্রয়োজন ।
শক্ত মাটিতেই শুধু অবলম্বন টেকে।
তাই মাটি শক্ত হতে হয়।
তুমি মহাকাল হয়ে দাঁড়িয়ো না,
যদি পার মাথার উপরের
আকাশদীপ জ্বালিয়ে দাও।
আশপাশের আবর্জনা সরিয়ে নাও।
আমি বৃক্ষ শিশু।
মাথাচাড়া দিয়ে উঠার জায়গা দাও।
বাতাসের তালে পাতায় আমার
বেহাগের সুর বাজে।
পার যদি তুমি তানপুরায় ধর তান।
দোহে মিলে গাহি চলো
নবীনের জয় গান।

           ---------
রচনাকাল :-
২২-০৪-২০১৮ ইং
৮ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।