হঠাৎ চলে এলাম অজ্ঞাতবাসে।
কেউ জানে না,
শুধু আমি জানি আর একজন।
মাত্র দশদিনের জন্য।
নিজের একঘেয়ে রুটিন বদ্ধ জীবন
সেই আদিকাল থেকে করে আসা
একটানা সংসার অফিস..... আর কতো?
হঠাৎ চলে এলাম অজ্ঞাতবাসে।
কেউ জানে না,
শুধু আমি জানি আর একজন।
দিপান্তরে কিংবা পাহারে নয়।
আমার অজ্ঞাতবাস আমার শহরেই,
সেখানে ঘুম থেকে উঠেই প্রবেশ করি
সংসার,অফিস,স্কুল, মামলা, মকর্দমা
নানাবিধ সব ব্যস্তময় জীবনে।
আমাকে সব কয়টি তাড়া করে প্রায়ই।
আর কতো চলবে এসব টানাপোড়ন ...
ছুটি চাই আমি, বিশ্রাম চাই।
স্কুলে একখানা ছুটির আর্জি পাঠিয়ে,
হঠাৎ চলে এলাম অজ্ঞাতবাসে।
কেউ জানে না,
শুধু আমি জানি আর একজন।
অজ্ঞাত বাস থেকেই শুনতে পাচ্ছি
শহুরে ব্যস্ততার প্রতিধ্বনি,লোক চলাচল,
লোক কোলাহল সংসারের অভাব
অভিযোগ ঝগড়া বিবাদ কতো কি..
আমি এসব ঝামেলা থেকে মুক্ত।
আমি এখন অজ্ঞাতবাসে।
কেউ জানে না,
শুধু আমি জানি আর একজন।
*****