অধিষ্ঠাত্রী রাণী ভুলে ছিলে কুর্সিতে
তোমার ঐ দেওয়ালের আরশিতে
কখনো দেখেছো ছবি নিজেকে।
অহং নেশায় উন্মত্ত বিবেকহীন
আমাদের পিষে দিতে রাতদিন
কতোশতো পিষেছ নিজেকে।
ক্ষমতার অহংকারে ধন্য হে গুণী
শুনেছো কি অবিরাম কান্নার ধ্বনি
মরমে মরোনি কভু বিবেক দহনে ।
হিসাবের মালা খানি পড়ো নেমে এসে
বাসি ফুলে গাঁথা হলো প্রেম ভালোবেসে
সুবাস না হয় একটু গেছে কমে।
আমরা উজাড় করে সব দেবো বিলিয়ে
সকলের সুখেদুখে হাতে হাত মিলিয়ে
আমাদের মাঝে এসে দেখো নিজেকে।