বেশ ভালো আছি আমি ,
যখন যেমন আছি।
বালতি ভরা আখের গুড়ে
উড়ে বেড়ায় মাছি।
ভনভনিয়ে পাগল করা
জঞ্জালের দল।
যথায় তথায় জমাট বেঁধে
বাঁধায় গন্ডগোল।
দুষ্ট লোকের মিষ্ট কথা
অন্তরে তার শূল।
নিরীহ জন ফাঁদে পড়ে
পায়না কোনো কূল।
ডিমের মাঝে কাঁটা খোঁজে
কুচক্রী যে জন।
বিশ্ব ব্যাপী গ্রাসের জ্বালায়
সদা ব্যাকুল মন।
সোজা দৃষ্টি নেইকো কারো
নেইকো হীত জ্ঞান।
ভালো নহে অতি মন্দ
হীন তাদের ধ্যান।
..........