শ্যামা,
একি তুই করলি বল!
কেন তোর এমন ছল?
সারা দিনরাত বৃষ্টির জল,
প্যান্ডেলে প্যান্ডেলে জলে জল।
পূজার আনন্দ হলো তল।
হারিয়ে গেলো মনের বল।
দোকান দারের চোখে জল।
কে মুছিয়ে দেবে বল?
কেনো সাজলে এমন খল?
এর কি আছে ভালো ফল,
আমাদের আশা করলি বিফল,
তোর ইচ্ছা হলোকি সফল?
২২-১০-২০১৭ ইং ;
৪ ঠা কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।